ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায় অনুষ্ঠান জানাজায় শরীক হয়ে নিজেদেরকে গর্বিত মনে করেছেন দৌলতখানের জাকির আলম, মাহফুজুর রহমান ও নিজাম উদ্দিন। জাকির আলম পেশায় একজন শিক্ষক, মাহফুজুর রহমান জুলাই বিপ্লব যাত্রাবাড়ী এলাকার আন্দোলনের সহযোগী ও নিজাম উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তাদের বাড়ি দ্বীপ জেলা ভোলার দৌলতখানে। আমার দেশকে দেয়া এক সাক্ষাৎকারে তারা বলেন, শনিবার ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার শ্রদ্ধা ভালোবাসা ও চোখের জলে আমরা শহীদ শরিফ ওসমান হাদীকে শেষ বিদায় জানিয়েছি। তিনি আমাদের ভবিষ্যতের জীবনের অনুপ্রেরণা। তার সুন্দর জীবন, দেশ প্রেম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় থাকবে। আমরা মনে করি, আগামী প্রজন্ম তার প্রতিটি বক্তব্য ও বাণী চিরস্মরণীয় করে রাখবে। তিনি আমাদের জীবনে সততা ও ধর্মীয় অনুভূতি জাগ্রত করে দেশকে ভালোবাসার বার্তা দিয়ে গেছেন।