নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে পরপর চার বার নির্বাচিত এমপি সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে এই আসনের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নিকট থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান প্রমুখ তার সঙ্গে ছিলেন।
এরআগে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে থেকে মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত যান। পরে নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভেজ আরেফিন সিদ্দিকী বলেন, গতবারের মত এবারও তাকে ধানের শীষের চুড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, ২০১৮ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পাতানো নির্বাচনে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেলেও এবার বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলকে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন দেয়া হয়। পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এই মনোনয়ন পরিবর্তন করে তাদের একজনকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার জন্য দীর্ঘদিন ধরে নানান কর্মসূচি পালন করেছে।