১৯৭৭ সালে প্রতিষ্ঠিত জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্যাপন আগামী ২২ ফেব্রুয়ারী। এ উপলক্ষে সোমবার দিবাগত রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনমিয় সভা করেছেন উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি টাইনিজ রেস্তোরায় উদ্যাপন পরিষদের যুগ্ম আহবায়ক ও বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, খোকন আহম্মেদ হীরা, প্রধানশিক্ষক মো. গোলাম আজম, সদস্য সচিব রেজা হাসান রাহাত, প্রচার উপ-কমিটির আহবায়ক মো. মজনু খলিফা, সাংবাদিক কাজী আল-আমিন, এইচএম খায়রুল ইসলাম, হাসান মাহমুদ, বিএম বেল্লাল প্রমুখ।