নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁর মা অধ্যক্ষ (অব.) কামরুন্নাহার শিরীন।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন বিএনপির সাবেক মন্ত্রী ও প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের সহধর্মিণী। তাঁর মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুসহ দলীয় নেতৃবৃন্দ।