ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩১ পিএম
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিকতা শুরু করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত স্পষ্ট করলেন।

ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ মাহমুদ। মনোনয়ন নেওয়ার কিছুক্ষণ পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে বলেন, ঢাকা-১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এবং সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

এর আগে ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার আগের দিন, ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। পদত্যাগের পরপরই তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও ১২ ডিসেম্বর তিনি নিজেই স্পষ্ট করেন যে কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, সরকারে দেড় বছর কাজ করার অভিজ্ঞতা তিনি এলাকার মানুষের সেবায় কাজে লাগাতে চান। তার ভাষায়, “এই সময়ের মধ্যে আমি শিখেছি মানুষের সমস্যা কোথায়, কোন দপ্তরে কোন কাজ হয়। আমার বিশ্বাস, এই অভিজ্ঞতা দিয়ে এলাকার প্রতিটি থানা ও ওয়ার্ডের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবো।”

নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানান তিনি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, আসামিদের চিহ্নিত করা হলেও এখনো তাদের অবস্থান নিশ্চিত করা যায়নি, যা দুঃখজনক। তিনি বলেন, “বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের লক্ষ্য করে হামলার ঝুঁকির কথা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। নির্বাচনের সময় সব প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আসিফ মাহমুদের সহযাত্রীদের দল জাতীয় নাগরিক পার্টি এই আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি।

উল্লেখ্য, উপদেষ্টা থাকা অবস্থায় নিজের ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেন আসিফ মাহমুদ। ৯ নভেম্বর তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন এবং তখনই ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ইচ্ছার কথা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে