সরকারি খাল দখলকারীকে জেল ও জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:০২ পিএম
সরকারি খাল দখলকারীকে জেল ও জরিমানা

প্রবামান খাল পাইলিং করে দখল করার ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দখলকারীকে জেল ও জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পালরদী নদীর শাখা খালের গৌরনদীর পালরদী মহল্লার স্বপ্ননীড় বাড়ির সামনের প্রবামান খাল পাইলিং করে দখল করছিলেন জনৈক মিলন মোল্লা। এখবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।

এসময় মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন ভঙ্গের কারণে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করা হয়। দন্ডপ্রাপ্ত মিলন মোল্লা পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান বলেন, এই কারাদন্ড কোনো ব্যক্তি বিশেষকে শাস্তি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে এটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা।

তিনি আরও বলেন-অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপোসহীন, ভবিষ্যতেও এ অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে