নীলফামারীতে আধুনিক কসাইখানার উদ্বোধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
নীলফামারীতে আধুনিক কসাইখানার উদ্বোধন

নীলফামারী পৌরসভার উদ্যোগে আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর জেলা শহরের কলেজপাড়া এলাকায় প্রায় ১৮ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কসাইখানার ফলক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পৌরসভা সূত্রে জানা যায়, আধুনিক মানসম্পন্ন এই কসাইখানায় দুটি পৃথক সেড নির্মাণ করা হয়েছে, যেখানে একযোগে সর্বোচ্চ ২০ টি গরু ও ২০ টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে পশু পরীক্ষা-নিরীক্ষা শেষে জবাই কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া পৌরসভার নির্ধারিত ইমামের মাধ্যমে পশু জবাই নিশ্চিত করা হবে। পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “শহরবাসীর দীর্ঘদিনের এটি দাবী ছিল একটি নির্দিষ্ট ও স্বাস্থ্যসম্মত কসাইখানা। এতদিন বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে পশু জবাই করে মাংস বিক্রি করা হতো, যা নিয়ে প্রশ্ন ছিল। আজ সেই সংকটের সমাধান হলো।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এই কসাইখানা চালু হওয়ায় নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করা সম্ভব হবে। নিয়ম অনুযায়ী কসাইখানাটি পরিচালিত হবে এবং জনস্বাস্থ্যের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। তিনি আরও জানান, পৌরসভা থেকে কসাইদের জন্য পরিচয়পত্র প্রদান করা হবে। পরিচয়পত্র ছাড়া কোনো কসাইকে পশু জবাই করার অনুমতি দেওয়া হবে না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নীলফামারী বড় মাঠ পরিদর্শন করেন। এ সময় বড় মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধে ব্যারিকেড স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি।