মহাদেবপুরে ৭২ লক্ষ টাকার প্রকল্পে ৩৪৭ টি দরপত্র জমা

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৫১ পিএম
মহাদেবপুরে ৭২ লক্ষ টাকার প্রকল্পে ৩৪৭ টি দরপত্র জমা

নওগাঁর মহাদেবপুরে মাত্র ৭২ লক্ষ টাকার একটি সড়ক হেরিং বোন বন্ড এইচবিবি করার প্রকল্পে রেকর্ড ৩৪৭ টি দরপত্র জমা পড়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপজেলার খাজুর ইউনিয়নের রনাইল হেলেঞ্চার মোড় থেকে ক্ষিতিশের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড করার জন্য দরপত্র আহ্বান করে। এজন্য বরাদ্দ করা হয় ৭২ লক্ষ টাকা। সর্বোচ্চ ৫ শতাংশ কমে দরপত্র দাখিল করা যাবে বলে জানানো হয়। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ও মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রাখা একটি করে বাক্সে সীলমোহর করা দরপত্র দাখিল করা হয়। সোমবার দুপুর আড়াইটায় বাক্সগুলো খোলা হয়।

প্রকল্পটির বাস্তবায়নকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, এই দুই বাক্সে রেকর্ড সংখ্যক মোট ৩৪৭ টি দরপত্র পাওয়া যায়। আগামীতে তারিখ নির্ধারণ করে দরদাতাদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে একজন দরদাতাকে কাজের জন্য নির্বাচিত করা হবে। এত ছোট প্রকল্পে এত অধিক সংখ্যক দরদাতার অংশগ্রণে সকলে অবাক হয়েছেন।


আপনার জেলার সংবাদ পড়তে