নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম
নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বিএনপির নেতৃত্ব বলছে, এই যোগদান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শক্তি আরও সংহত করবে।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এহসানুল হুদা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে অন্তর্ভুক্ত হন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। যোগদানের সঙ্গে সঙ্গে এহসানুল হুদার দলের নেতাকর্মীরাও বিএনপিতে যুক্ত হন।

যোগদানের আগে বক্তব্যে এহসানুল হুদা বলেন, “আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই জাতীয় দল থেকে বিএনপিতে যোগ দিচ্ছি।” তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অতীতের মতো মাঠে কাজ করার চেষ্টা করবেন।

সাংবাদিকদের প্রশ্নে শুরুতে কিছুটা নীরব থাকলেও পরে এহসানুল হুদা স্পষ্ট করে বলেন, “হ্যাঁ, আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছি।” তিনি জানান, শুধু নিজে নন, দলের সব নেতাকর্মীও একসঙ্গে বিএনপিতে যুক্ত হয়েছেন।

নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা আশা করছি, এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।”

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৫ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এহসানুল হুদা। এর আগে এই আসন নিয়ে জোটের শরিকদের মধ্যে আলোচনা চললেও বিএনপি শেষ পর্যন্ত তাকে ওই আসনে প্রার্থী হিসেবে এগিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর বিএনপিতে সরাসরি যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ধানের শীষ প্রতীকের বাইরে জয় পাওয়া কঠিন বলে বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন। সেই বাস্তবতায় শরিক দলগুলোর বিলুপ্ত হয়ে মূল দলে যুক্ত হওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে গত ৮ ডিসেম্বর এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। তাকেও নির্দিষ্ট আসনে দলের মনোনয়ন দেওয়া হয়। এহসানুল হুদার যোগদান সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে