সিরাজগঞ্জের রায়গঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে হল রুমে, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে মতবিনিম সভায় সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াদ হোসেন।জেলা সম্বনয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনা প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দীয় স্বাস্থ্য বিষক উপ কমিটির সদস্য মুনতাসীর মেহেদী হাসান, নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, মুসা হাসেম, শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র ফয়সাল, ফাহিম, ইশরাত জাহান এশা, আশিক, সাব্বির, নোমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ৪২ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।