কালীগঞ্জে চার জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ এএম
কালীগঞ্জে চার জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে ওজন পরিমাপ ও মানদন্ড আইনে এবং স্থানীয় পৌরসভা সরকার আইনে ৪ জুয়েলারি দোকানিকে ১৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা কালীগঞ্জ পৌর বাজার জুয়েলারি মার্কেটে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় ওজন পরিমাপ সঠিক না থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় মমতা জুয়েলার্সের মালিক সুদীপ কুমার সাহাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। চৌধুরী শিল্পালয় এন্ড জুয়েলার্স ও শান্ত জুয়েলার্সের ট্রেড লাইসেন্স না থাকায় প্রত্যেককে স্থানীয় পৌরসভা সরকার (পৌরসভা আইন) ২০০৯ এর ১০৯ ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন। অন্যদিকে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ বাজার এফ এম জুয়েলার্স দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানে ওজন পরিমাপে গরমিল থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিএসটিআইয়ের অনুমোদিত পরিমাপ যন্ত্র না থাকায় এবং ওজনে গরমিলের প্রমাণ পাওয়ায় জুয়েলারি দোকানিদের জরিমানা করা হয়। এছাড়া দুটি জুয়েলারি দোকানের ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক মো. হাবিবুর রহমান, সহকারী বেঞ্চ মো. মাহবুবুর রহমান।
আপনার জেলার সংবাদ পড়তে