বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার সকাল থেকে সিংহশ্রী, কাপাসিয়া সদর, দুর্গাপুর ও ঘাগটিয়া ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এসব দোয়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এসকল দোয়া অনুষ্ঠানে শরিক হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও মাতা নাহিদ হান্নান এবং এলাকার বিভিন্ন পর্যায়ের দলীয় প্রয়াত নেতৃবৃন্দদের জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া মানসুর, সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা, টোক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক রোকন প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাপাসিয়ার রায়নন্দা দলীয় অফিস, পাঁচরোহা, দড়িমেরুন, চাঁপাত, সিংহশ্রী ইউনিয়নের কাজলদিঘি, কপালেশ্বর গ্রামের সবুজ বেপারী বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।