গফরগাঁওয়ে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদের অভিযান

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০২:১৮ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৬ পিএম
গফরগাঁওয়ে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদের অভিযান

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ।আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দিনব্যাপী গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা।এ সময় উপস্থিত ছিলেন- স্টেশন মাস্টার হানিফ আলী, গফরগাঁও সেনা ক্যাম্পে সেনাবাহিনী সদস্য, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। এ অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তিরা।রেলওয়ে সংস্কার কাজের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি। সকল অবৈধ স্থাপনা পুরোপুরি দখলমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে