ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ।আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দিনব্যাপী গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা।এ সময় উপস্থিত ছিলেন- স্টেশন মাস্টার হানিফ আলী, গফরগাঁও সেনা ক্যাম্পে সেনাবাহিনী সদস্য, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। এ অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তিরা।রেলওয়ে সংস্কার কাজের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি। সকল অবৈধ স্থাপনা পুরোপুরি দখলমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।