তারেক রহমান ফেরার আনন্দে সৈয়দপুর জেলা বিএনপির মিছিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ পিএম
তারেক রহমান ফেরার আনন্দে সৈয়দপুর জেলা বিএনপির মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সম্ভাব্য খবরে সৈয়দপুরে বইছে উচ্ছ্বাসের ঢেউ। নেতাকর্মীদের মধ্যে জেগেছে নতুন করে আনন্দ। নেতা আসছে আর এ আনন্দে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। ২২ ডিসেম্বর রাতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে ছিল স্লোগান ও জাতীয়তাবাদী চেতনার গর্জন।  

মিছিলে অংশ নেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।  

নেতারা বলেন,তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন প্রেরণা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

পরে দলীয় কার্যালয়ে এক সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বক্তব্য বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার,যুগ্ন সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু,শফিকুল ইসলাম জনি, শেখ বাবলু, রেজওয়ান আক্তার পাপ্পু,মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা রহমানসহ অনেকে।