গফরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা নূরুল হকের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৭ পিএম
গফরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা নূরুল হকের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হককে নির্মম, নৃশংসভাবে হত্যা করার অভিযোগ তুলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও উপজেলা কমান্ড।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল, পাগলা থানা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক মাহমুদুর রহমান সুজন, নিহতের বড়ছেলে মোঃ কাজল মিয়া, মেয়ে শিউলি আক্তার, ভাই মোঃ আলাউদ্দিন ও মোঃ মানিক মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার শিলাসী এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নূরুল হককে ২০০৮ সালে ১০ আগষ্টের হত্যা করা হয়। তার দুইটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।