ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাঈদ, এনডিএফ’র সাবেক এমপি মৃধা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম
বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাঈদ, এনডিএফ’র সাবেক এমপি মৃধা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) অপেক্ষার প্রহর শেষ হয়েছে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের। অবশেষে গতকাল মঙ্গলবার তারা নিশ্চিত হয়েছেন এখানে বিএনপি দলীয় নয়, জোটের প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। প্রার্থী ঘোষণা দীর্ঘদিন স্থগিত থাকার পর গতকাল আনুষ্ঠানিক ভাবে দলীয় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপি’র দফতর সম্পাদক এবিএম সালাহ উদ্দিন বিপ্লব। অপর দিকে মহাজোট সরকারের আমলে এই আসনের সাবেক দুইবারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধাকে দলীয় মনোনয়ন দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। গতকাল পর্যন্ত এই আসনে মোট ৬ জন প্রার্থীর ঘোষণা জানা গেছে। চমক রয়েছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রূমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থীতার বিষয়টি চাউরের উপর। উনার অনুসারি ও সমর্থকদের প্রাণের দাবী তিনি যেন যে কোন প্রতীক নিয়ে নির্বাচন করেন। এখন শেষ খেলা ও চমক দেখার অপেক্ষায় রয়েছেন নির্বাচনী এলাকার জনগণ।

দলীয় একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইতিমধ্যে অন্যান্য ৩-৪টি দলের প্রার্থী ঘোষণা করলেও বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রেখেছিলেন হাইকমান্ড। বিষয়টিকে ঘিলে বেশ জল্পনা কল্পনা ছিল। দলটির নেতা কর্মীরাও ছিলেন টেনশনে। দল এখানে কাকে দিবেন মনোনয়ন? জোটের কোন প্রার্থী নাকি বিএনপি দলীয় কোন প্রার্থী? দলের ৮-৯ জন নেতা মনোনয়ন প্রত্যাশা করে মাঠে কাজ করছেন। এরমধ্যে কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি? কারণ সকলেই জানেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি মূলত বিএনপি তথা ধানের শীষ প্রতীকের আসন। সকল ভাবনাকে পেছনে ফেলে গতকাল দলের মহাসচিব মির্জা ফখরূল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে ঘোষণার রেফারেন্স টেনে জোটের শরীক বাংলাদেশ জমিয়তে ইসলামের মাওলানা জুনাঈদ আল হাবীবকে এখানে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সরাইল উপজেলা বিএনপি’র দফতর সম্পাদক এবিএম সালাহউদ্দিন বিপ্লব। এছাড়াও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। জুনাঈদ আল হাবীব বাংলাদেশ জমিয়তে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। উনার দলীয় প্রতীক খেজুর গাছ নিয়েই নির্বাচন করবেন তিনি। যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকের কোন প্রার্থী থাকবে না। ধানের শীষের সমর্থকরা জুনাঈদ আল হাবীবের জোটের হওয়ায় তারা খেজুর গাছ প্রতীকের পক্ষেই মাঠে লড়বেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও সরাইল উপজেলা বিএনপি’র দীর্ঘ সময়ের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ বড়। সবার আগে বাংলাদেশ। দল ও দেশের স্বার্থে দলীয় সিদ্ধান্তকে মাতা পেতে নেব। তাই বিএনপি’র হাতকে শক্তিশালী করতে জুনাঈদ আল হাবীবের খেজুর গাছ প্রতীককে জয়লাভ করানোই হবে আমাদের মূল কাজ। ওদিকে গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জাপার একাংশ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। মৃধা মহাজোট থেকে ২০০৮ ও ২০১৩ খ্রিষ্টাব্দে টানা দুইবার এই আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন। মৃধা বলেন, আমি সারা জীবন মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।