অভয়নগরে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৯ পিএম
অভয়নগরে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

যশোরের অভয়নগরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার উদ্যোগে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন তেতুলতলা শামসুল উলুম রহমানিয়া মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, দৈনিক প্রভাতফেরী পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, ফজলু শেখ, নুর আলম পাটোয়ারী বাবু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইন এসপি, আল-আমিন এসপিও, শামীম আহমেদ ও মোল্যা যায়েদ হাসান প্রমুখ। এ বিষয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই শাখার মাধ্যমে শহরের বিভিন্ন এতিমখানা, ছিন্নমূল দরিদ্র জনগোষ্টি, পরিচ্ছন্ন কর্মী, ঘাটশ্রমিকসহ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে