লালপুরে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে উপজেলা প্রশাসন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম
লালপুরে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে উপজেলা প্রশাসন

নাটোরের লালপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন, আজিমনগর রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন, লালপুর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বলগুলো তুলে দেয়া হয়। যাতে শীতের কনকনে রাত কিছুটা হলেও স্বস্তিতে কাটাতে পারেন তারা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণ এসময় দরিদ্র শীতার্ত মানুষের খোঁজখবর নেন ও মানবিক সহানুভূতির বার্তা পৌঁছে দেন।  স্থানীয়রা জানান, রাতের বেলা রেল স্টেশন ও খোলা জায়গায় অবস্থান করা মানুষের জন্য এধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ জানান, ১৪০ জন শীতার্ত মানুষের হাতে হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়েছে।

শীতকাল জুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরো শীত বস্ত্র বিতরণ করা হবে।