রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার উত্তর একডালা মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায়। ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে ৫-৩ গোলে চ্যাম্পিয়ন হয় ভবানীগঞ্জ পৌরসভা।
বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা শিক্ষা অফিস সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, খেলোয়াড়, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হওয়ার ভবানীগঞ্জ পৌরসভাকে ৮০ হাজার টাকা এবং রানারআপ দল তাহেরপুর পৌরসভা দলকে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগমারা থেকে জাতীয় দলে খেলা মানিক হোসেন মোল্লা এবং নার্গিস খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।