শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে সন্তাদেরও চিনতেন না শতবর্ষী ওই বৃদ্ধা। রাতে শোয়ার ঘরে কম্বল মুড়িয়ে দিয়ে আসেন বৃদ্ধার ছেলে আজহর মিয়া। ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায় তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নেই। বার্ধক্যজনিত কারণে অসাবধানতাবশত বাড়ির পাশেরপুকুরে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।