নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করেছেন ।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের নিকট থেকে নাটোর-(১ লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর  মাওলানা আবুল কালাম আজাদ তার মনোনয়নপত্র উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ারুল ইসলাম মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন,

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মী।

মনোনয়ন ফরম উত্তোলন কালে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে