ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ পিএম
ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পরিচালিত একটি রেস্তেুারা ও একটি ফাস্ট ফুড কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে পৌর শহরের দরিরামপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

প্রতিষ্ঠান দুটি হলো সবুজ ছায়া রেস্তোরাঁ ও ফাইভ স্টার ফার্স্ট ফুড। রেস্টুরেন্টের মালিককে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

পরবর্তীতে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের বাজার তদারকি করেন তিনি। এসময় মূল্য তালিকা না থাকায় একটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পাঁচশত টাকা জরিমানা করা হয়। এ অভিযানে আইনগত সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন ত্রিশালের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আপনার জেলার সংবাদ পড়তে