তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে

নাটোর-১ আসনের ২০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪১ পিএম
নাটোর-১ আসনের ২০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা থেকে অভ্যর্থনা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রায় ২০ হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। এ উপলক্ষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দিকনির্দেশনায় তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে লালপুর-বাগাতিপাড়া নির্বাচনী এলাকা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক ট্রেন, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে দলীয় নেতা কর্মীরা সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।

লালপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এ তথ্য নিশ্চিত করে জানান, দেশ নায়ক তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে দলীয় কর্মসূচির অংশ হিসেবেই প্রায় ২০ হাজার নেতাকর্মী শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক সমাবেশে অংশ নেবেন।

আপনার জেলার সংবাদ পড়তে