চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। গতকাল মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারি কমিশনার (ভূমি) কৃষ চন্দ্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে তিনি গোমস্তাপুর ইউনিয়ন ভূমি অফিস, রহনপুর পৌরসভা, উপজেলা ভূমি অফিস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিস কার্যালয় পরিদর্শন করেন।