বরিশালে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৭ পিএম
বরিশালে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রফুল্ল বিশ্বাস এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা খোকন খানকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ডেভিল হান্টের অভিযানে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ভীমেরপাড় ও বার্থী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে