খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ব বৃহত ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান খ্রিস্ট নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের মিডিয়া সেল সূত্রে জানা গেছে-গৌরনদী ক্যাথলিক চার্চে এ শুভেচ্ছা বিনিময়কালে চার্চের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজসহ খ্রিস্ট সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি দাঁড়ি পাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের সাথে পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজীজুর রহমান, বাইতুল মাল সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের আমীর মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু, ৭ নম্বর ওয়ার্ডের আমীর মো. সোহরাব হোসেন, সেক্রেটারী মো. আমীরুল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গৌরনদীর ধর্মপল্লী ক্যাথলিক চার্চের আওতাধীন গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের ১৯টি গির্জায় বড়দিনের ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে।