হোমনায় যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৪ পিএম
হোমনায় যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করে। পরে সোহাগ (২৭) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের তারু মিয়ার ছেলে। এ ঘটনায় আইনগত হোমনা থানায় মামলা হয়েছে।

তল্লাশিতে তার বসতঘরের একটি ওয়্যারড্রোব থেকে দুইটি সচল বিদেশি পিস্তল, তিনটি মিসফায়ার গুলি ও ১১টি তাজা গুলি উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায়  হোমনা থানায় মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে