ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, ২ জনের মৃত্যু

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ এএম
ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, ২ জনের মৃত্যু
ছবি, সংগৃহিত

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ পাওয়া তথ্যনুযায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

চাঁদপুর সদরের হরিনা বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে বললেন, “ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল করতে সমস্যা হচ্ছিল। এ সময় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে দুজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।” 

‘এছাড়া নিহতদের নাম ও পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার জন্য চাঁদপুর বিআইডব্লিউটিএ ও স্থানীয় নৌপ্রশাসন কাজ করছে’-জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে