শীতে যুবুথুবু বরিশালের জনজীবন : চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পিএম
শীতে যুবুথুবু বরিশালের জনজীবন : চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বরিশালে হঠাৎ করে চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। 

জেলা-উপজেলায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। এদিকে বিভিন্ন ঠান্ডজনিত রোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আসন সংখ্যার সাতগুন (তিনশ") শিশু রোগী ভর্তি রয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে।

সর্বশেষ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপূর্বে ২৫ ডিসেম্বর বিকেল তিনটায় সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এর আগেরদিন ২৪ ডিসেম্বর সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত কয়েকদিন ধরে শীতে আক্রান্ত রোগীর চাঁপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। 

এ দুর্ভোগ থেকে রেহাই মিলছে না বৃদ্ধদেরও। শেবাচিম  হাসপাতালের ৪১ আসনের বিপরীতে ভর্তি রয়েছে তিনশ' শিশু রোগী। বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার মো. রাফি বলেন, আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। 

এ মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডিসেম্বরের এই সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।