মাদারীপুরে যুবদলের আহ্বায়ককে দলীয় পদ স্থগিত করায় তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) :
| আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪২ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪২ পিএম
মাদারীপুরে যুবদলের আহ্বায়ককে দলীয় পদ স্থগিত করায় তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাইয়ের মালিকানাধীন সার্বিক পরিবহনে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামী মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর দলীয় পদ স্থগিত করায় তৃণমূল নেতাকর্মীরা  ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। 

একাধিক সূত্রে জানা গেছে,  সরকারী ও বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর, অগ্নিসংযোগ সহ সড়কে, মহাসড়কে নাশকতা ঠেকাতে মাদারীপুর জেলার শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিলো সেনাবাহিনী,  পুলিশ-র‌্যাব-বিজিবি। জাতীয়তাবাদী যুবদল মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক মোঃ ফারুক বেপারী এর নেতৃত্বে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য শহরের গুরুত্বপূর্ণ  স্থানগুলোতে শোডাউন করেন। এই ঘটনাকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সুবিধাভোগী ও কিছু হলুদ গণমাধ্যমকর্মী মিথ্যা এবং তাদের মনগড়া সংবাদ প্রচার করে বলে নেতাকর্মীদের দাবী। বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবী কেন্দ্রীয় যুবদলের নীতি:নির্ধারকগণ বিষয় টি নজরে নিয়ে এই ত্যাগী ও রাজপথে সোচ্চার বহু হামলা মামলার স্বীকার মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে সঠিক ভাবে মূল্যায়ন করবেন। 

জাতীয়তাবাদী যুবদল মাদারীপুর জেলার আহ্বায়ক মোঃ ফারুক বেপারী সাংবাদিকদের বলেন, শাজাহান খানের ভাইয়ের মালিকানাধীন সার্বিক পরিবহনে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা সহ একাধিক মামলার আমি এক নম্বর আসামী।

নেতাকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য শহরের গুরুত্বপূর্ণ  স্থানগুলোতে শোডাউন করি যাতে দূর্বৃত্তরা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে এবং জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে না পারে সেজন্যই নেতাকর্মীদের নিয়ে মাঠে কঠোর অবস্থানে ছিলাম। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঠিক তথা প্রমাণের ভিত্তিতে সঠিক মূল্যায়ন করলে আমি নির্দোষ প্রমাণিত হবো ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে