রাজশাহীতে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময়

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৭ পিএম
রাজশাহীতে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময়

স্বাস্থ্যখাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি, জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে জনবান্ধব সম্পর্ক উন্নয়নে উত্থাপিত সুপারিশে ২২টি উল্লেখযোগ্য হিসেবে অংশগ্রহণকারী অংশীজনদের বিবেচিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সম্মেলন কক্ষে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মধ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আহমদ এহসানূর রহমান এবং উমাইর আফিফ। সংস্কার কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত অংশীজনের নিকট হতে স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় মতামত আহ্বান করেন। 

এসময় স্বাস্থ্যখাতকে স্বায়ত্তশাসনের আওতায় আনা, মেডিকেলে অর্জিত রাজস্বের ৩০ শতাংশ যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ রাখা, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, হাসপাতালের বেড অনুযায়ী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেবাবৃদ্ধি, স্বাস্থ্যখাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি, জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ, সিভিল সার্জনদের ম্যাজিট্রেসি ক্ষমতা প্রদান, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার, স্বাস্থ্যখাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি, ডায়াগনষ্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেওয়া, ডাক্তারদের সরকারি-ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করা, দেশে বিদেশী মানের স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য বীমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দিষ্ট পলিসির আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, এ্যা¤ু^লেন্স সুবিধা বাড়ানো, স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অবহেলা দূরীকরণ, ময়না তদন্তের মানোন্নয়ন এবং ফরেনসিক খাতে প্রণোদনা, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সম্পর্কিত ননমেডিকেল ডিগ্রিধারীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভূক্তিকরণ, গণমাধ্যমের সাথে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক উন্নয়নÑএমন সব সুপারিশ তুলে ধরেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অংশীজনেরা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন পর্যায়ের ডাক্তার, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দলোনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে