লৌহজংয়ে গৃহবধূ জান্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
লৌহজংয়ে গৃহবধূ জান্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে জান্নাত (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্বামী আনোয়ারের বাড়ি থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুই বছর আগে তার বিয়ে হয় এবং সংসারে সাত মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

নিহতের পরিবার ও একাংশ স্থানীয়দের দাবি, জান্নাত দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার পারিপার্শ্বিকতা স্বাভাবিক আত্মহত্যার সঙ্গে মিলছে না বলে তারা হত্যার আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে অপমৃত্যু না পরিকল্পিতভাবে হত্যা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় লৌহজং উপজেলার নওপাড়া বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জান্নাতকে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনা আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, ঘটনার পর থানা পুলিশ প্রথমে হত্যা মামলা নিতে গড়িমসি করেছে এবং এখনো মামলায় হত্যা ধারা যুক্ত হয়নি। এমনকি ঘটনার দিন স্থানীয়রা কয়েকজনকে আটক করলেও পুলিশ তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।

মানববন্ধন থেকে স্থানীয়রা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একটি মামলা গ্রহণ করা হয়েছে। তবে ঘটনার পর সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রণীত সুরতহাল প্রতিবেদনে হত্যার সুস্পষ্ট আলামত না পাওয়ায় এখনো হত্যা ধারা যুক্ত করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ধরন হত্যা না অপমৃত্যু নির্ধারণ করা হবে বলে তিনি জানান। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, জান্নাতের মৃত্যু নিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে