কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক মনোনয়ন দেন। এসময় তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, এটি চূড়ান্ত নয়, যেকোনো সময় কারো মনোনয়ন বাতিলও হতে পারে। এরই দাবীতে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের অনুপস্থিতিতে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সরারচর কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তার মনোনয়ন পূর্ণবহালের জন্য। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, যে লোকটি আজ ২৫ বৎসর যাবৎ বাজিতপুর নিকলীতে বিএনপির নেতাকর্মীদের ধরে রেখেছে তার কোনো মূল্যায়ন নেই। শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সনে ফ্যাসিবাদ আমলে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, বাজিতপুরে মশাল মিছিলসহ বিভিন্ন প্রোগ্রাম করবেন বলে সমাবেশে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফা আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ।