নিকলীতে আট হাজার কৃষকের চাহিদা মেটাতে একজন সার ডিলার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১০ পিএম
নিকলীতে আট হাজার কৃষকের চাহিদা মেটাতে একজন সার ডিলার

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরই ইউনিয়নের একজন সার ডিলার দিয়ে প্রায় আট হাজার কৃষকের চাহিদা মেটাতে হচ্ছে। এ নিয়ে কৃষকদের মাঝে বিড়ম্ভনার শেষ নেই বলে এলাকায় অভিযোগ রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে প্রতি ইউনিয়নে যেখানে ৭-৯ জন সরকারিভাবে ডিলার থাকার কথা সেখানে বিগত ৭  বছর ধরে ১জন ডিলার পুরো ইউনিয়নে কৃষকদের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। কৃষকদের অভিযোগ, তাদের চাহিদা যতটুকু ততটুকু একজন ডিলার সেই চাহিদা মেটাতে পারছেনা। তার গড়িমশি করে কৃষকদের সার দিচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। যদিও এই ইউনিয়নটি অর্ধেকেরও বেশি হাওর ভিত্তিক কৃষি এক ফসলী ইরি বোরো ধানের উপর নির্ভরশীল। তথাপি গত ৭ বৎসর ধরে জাকির এন্টারপ্রাইজের নামে ডিলারশীপ থাকলেও কিশোরগঞ্জের মিলন মিয়া নামের একজনকে দিয়ে সারের চাহিদা মেটাতে হচ্ছে। তিনি অনুপস্থিত থেকে আরেকজন লোককে দিয়ে ডিলারশীপের  কাজ করছেন বলে এলাকায় অভিযোগ উঠেছে। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ছামাদকে সংবাদ কর্মীরা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি বিধান মোতাবেক এই ইউনিয়নের নতুন কোনো সাব-ডিলার না দেওয়ার কারণে এ সংকটটি হচ্ছে বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে