রাজশাহীর চারঘাটে গরিব অসহায় মানুষের মাঝে চারঘাট উন্নয়ন ফোরামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার বামনদিঘী উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ৪৬ টি অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চারঘাট উন্নয়ন ফোরাম শলুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা ও বালুদিয়ার টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান লালের সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উন্নয়ন ফোরামের উপদেষ্টা, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সুফেল রানা।
চারঘাট উন্নয়ন ফোরাম বামনদিঘী ওয়ার্ড শাখার উপদেষ্টা শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ আল মামুন, দুরুল হুদা, সেলিম রেজা সহ স্থানীয় চারঘাট উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।
তীব্র শীতে গ্রামের দরিদ্র মানুষেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চারঘাট উন্নয়ন ফোরাম বিষয়টি অবগত হওয়ার পর গত ২৯শে ডিসেম্বর হতে চারঘাট উপজেলার প্রায় ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে।
উল্লেখ্যঃ চারঘাট উন্নয়ন ফোরাম একটি মানবিক, উন্নয়ন ও সেবামূলক সংস্থা। অগ্নিকান্ড, চিকিৎসাসহ নানা কাজে মানুষের পাশে থেকে সহযোগীতা প্রদান করে আসছে সংস্থাটি।