নীলফামারীর সংসদীয় ৪টি আসনে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ পিএম
নীলফামারীর সংসদীয় ৪টি আসনে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নীলফামারীর সংসদীয় চারটি আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করলেন। তারা হলেন,নীলফামারী -১ আসন ( ডোমার ও ডিমলা) ঃ এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর মাওলানা মোঃ মন্জুরুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল জলিল, বিএনপির এ আহমেদ বাকের বিল্লাহ (মুন), খেলাফত মজলিস এর মোঃ সাদ্দাম হোসেন,বাসদ মার্কসবাদী এর মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর (মার্কা দাঁড়িপাল্লা) মোঃ আব্দুস সাত্তার, বিএনএফ এর মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর শফিকুল গানী স্বপন। এ আসনে ২৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন। 

নীলফামারী -২ আসন ( সদর) ঃ

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল ফারুক আব্দুল লতিফ (দাঁড়িপাল্লা),জাতীয়তাবাদী দল বিএনপির আবুল হাসনাত মোঃ সাইফুল্লাহ,( ধানের শীষ) ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাসিবুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ( স্বতন্ত্র),এনসিপির মোঃ কামরুল ইসলাম,( শাপলা কলি) খেলাফত মজলিস এর মোঃ সারোয়ারুল আলম,বিএনএফ এর মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ( স্বতন্ত্র) । এ আসনেও ৮ জন সংগ্রহ করেছেন। 

নীলফামারী -৩ আসন ( জলঢাকা)ঃ এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ সালাফী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোঃ আমজাদ হোসেন সরকার,জাতীয় পার্টির মোঃ রোহান চৌধুরী, বিএনপির এ আহমেদ বাকের বিল্লাহ (মুন), বিএনপির আলহাজ্ব সৈয়দ আলী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ ফাহমিদ ফয়সাল চৌধুরী। 

নীলফামারী - ৪ আসন ( সৈয়দপুর ওকিশোরগঞ্জ)  ঃ এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ আব্দুল গফুর সরকার,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম, মোঃ রিয়াদ আরফান সরকার ( স্বতন্ত্র),এস এম মামুনুর রশিদ ( স্বতন্ত্র), মোঃ শাহরিয়ার ফেরদৌস ( স্বতন্ত্র), মোঃ সিদ্দিকুল আলম ( স্বতন্ত্র), মোঃ ইরফান আলম ( স্বতন্ত্র) ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোঃ শহিদুল ইসলাম, ইসলামি মহাজোট ঐক্য পরিষদ এর মির্জা মোঃ শওকত আকবর, জোবায়দুর রহমান (হীরা) (স্বতন্ত্র) । ২৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৪টি সংসদীয় আসনে ৩২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।