কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে শুক্রবার বিকালে ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুলে পড়ুয়া সাবেক ছাত্রদের এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টর কার্নিভাল'২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ান হন এস.এস.সি ব্যাচ-২০০২। রানারআপ এস.এস.সি ব্যাচ-২০০৩ । এই টুর্নামেন্টে ২০০০ থেকে ২০০০৫ সাল পর্যন্ত সরকারি পাইলট স্কুলের সাবেক ৬টি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ভেড়ামারা পাইলট হাই স্কুলের সাবেক
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনোত কুমার বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।