ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮ আন্তর্জাতিক ফ্লাইট, বিভিন্ন দেশে ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম
ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮ আন্তর্জাতিক ফ্লাইট, বিভিন্ন দেশে ডাইভারশন

ঘন কুয়াশার কারণে রাজধানীর আকাশ ঝাপসা হয়ে পড়ায় ঢাকায় অবতরণ করতে পারেনি আটটি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দৃশ্যমানতা স্বাভাবিকের নিচে নেমে গেলে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার প্রভাবে রানওয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।”

বিমানবন্দর সূত্র জানায়, ডাইভার্ট ও বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে। যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়া উন্নতির সঙ্গে সঙ্গে স্বাভাবিক ফ্লাইট সূচি ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে