ধামইরহাটে আলোচিত জমজ শিশুদের মৃত্যু

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৬ পিএম
ধামইরহাটে আলোচিত জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জমজ শিশুদের মৃত্যু হয়। জন্মের প্রায় ১ মাসের মধ্যে তাদের মৃত্যু হয়। জোড়া লাগানো জমজ শিশুদের পিতার নাম পল্লব মার্ডি। সে উপজেলার চকযদু (টিএন্ডটি) পৌর এলাকার বাসিন্দা।

শিশুদের নানা মমেষ বাস্কে জানান, গত ২৮ নভেম্বর পত্নীতলা উপজেলার একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন বুকে জোড়া লাগানো জমজ দুই কণ্যা শিশু। জন্মের পরে আমরা বিভিন্ন স্থানে তাদের চিকিৎসা চালায়। এক পর্যায়ে তাদের জমজ অংশ অপারেশনের জন্য ভারতের তামিলনাড়- রাজ্যের চেন্নাই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। হঠাৎ অবস্থা বেগতিক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার জানান, হাসপাতাল থেকে সকালে ছুটি নিয়ে তারা বাসায় চলে যায়। তখন বাচ্চাদের অবস্থ্যা ভালো ছিল। পূনরায় রাতে তাদের অবস্থা খারাপ হলে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে