রোববার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২০ পিএম
রোববার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

সংবিধান অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন, আজ তিনি ৬৭ বছর পূর্ণ করেছেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের আগে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং হাইকোর্ট ও আপিল বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে আরেকটি মাস্টার্স ডিগ্রিও সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের সময়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে স্থায়ীভাবে নিয়োগ স্থির হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট শপথ গ্রহণ করেন।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, “আগামী রবিবার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। দেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

নির্বাচিত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। দেশে আইন ও বিচারব্যবস্থায় তার দীর্ঘদিনের অবদান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে