মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।রবিবার (২৮ডিসেম্বর)সকাল ১০টা থেকে উপজেলা সদরের অম্বিকাচরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ও লতিফিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান,উপজেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪২টি মাদ্রাসা থেকে মোট ১০০২জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৪১জন ও ৪২টি মাদ্রাসা থেকে ৩৬১ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান,জুনিয়র বৃত্তি পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন দ্রুত সম্পন্ন করে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন,শান্তি পূর্ন পরিবেশে বৃত্তি পরীক্ষা গ্রহনের জন্য কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে  মিটিং করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আপনার জেলার সংবাদ পড়তে