রায়গঞ্জে ৯ টি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
রায়গঞ্জে ৯ টি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ধারায় ৯ টি ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার জরিমানা আদায় করা হয়। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।  সহযোগিতা করেন রায়গঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকৃত ইটভাটা গুলো শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকস ১ লাখ, বাশাইলের মেসার্স বাবলু ব্রিকস ১ লাখ ৬০ হাজার, মোজাফফরপুরের মেসার্স স্টার ব্রিকস ১ লাখ ২০ হাজার, মোজাফফর পুরের মেসার্স নবাব ব্রিকস ৮০ হাজার, রাজাপুরের মেসার্স শিমু অরিন ব্রিকস ৩ লাখ, ভূইয়াগাঁতীর মেসার্স হিরো ব্রিকস ৩ লাখ,সারুটিয়ার মেসার্স এইচ এস ব্রিকস ২ লাখ ৫০ হাজার, নিঝুড়ির মেসার্স আর কে বি ব্রিকস ৩ লাখ সেনগাঁতীর  মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস ২ লাখ টাকা মোট ১৮ লাখ ১০ হাজার টাকা৷। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে