পুঠিয়ায় জনপ্রতিনিধির অনুপস্থিত, নাগরিক সেবা স্থগিতের অভিযোগ

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ১২:০৮ পিএম
পুঠিয়ায় জনপ্রতিনিধির অনুপস্থিত, নাগরিক সেবা স্থগিতের অভিযোগ
পুঠিয়ায় আ.লীগ সরকারের পতন হওয়ায় এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকায় পাচঁ ইউনিয়ন এবং একটি পৌরসভার নাগরিক সেবা কার্যক্রমগুলো স্থগিত হয়ে পড়ার অভিযোগ উঠেছে। যদিও অস্থায়ী ভিত্তিতে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশের ন্যায় পুঠিয়ায় পৌরসভার মেয়র কাউন্সিলরদের সরকার অব্যাহতি দিয়েছেন। উপজেলা ছয়টি ইউনিয়নের ভিতরে আ.লীগের আমলে ৫টিতে আ.লীগ সমর্থীত চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিল। বাঁকি একজন বানেশ্বর ইউনিয়নের বিএনপি সমর্থীত চেয়ারম্যান হওয়ায় সে বর্তমানে ইউপি’র কার্যক্রম চালিয়ে আসছেন। আ.লীগ সমর্থীত ইউনিয়নগুলো হলো,পুঠিয়া সদর,বেলপুকুর,শিলমারিয়া,ভালুকগাছি ও জিউপাড়া ইউনিয়ন পরিষদ। আ.লীগ সরকারের পতন হওয়ার পর হতে চেয়ারম্যানরা স্বশরীরে এসে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পরে বলে আ.লীগ সমর্থীত চেয়ারম্যানরা যুগান্তরকে জানিয়েছেন। গত ৫ আগস্টের পর শিলমারিয়া, ভালুকগাছি, জিউপাড়া, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যানরা আত্মগোপনে থাকতে হয়েছে। তারা অনুপস্থিত থাকায় তিনটিতে অস্থায়ী ভিত্তিতে সরকারের পক্ষ হতে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ভালুকগাছি ইউপিতে ইউএনও,শিলমারিয়া ইউপিতে এসিল্যান্ড, সদর ইউপিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সদর ইউনিয়ন এবং ভালুকগাছি চেয়ারম্যান দুইজন জেলহাজতে রয়েছেন। শুধুমাত্র বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন বিএনপি সমর্থীত হওয়ায় সে কার্যালয়ে উপস্থিত থেকে নাগরিক সেবা দিয়ে আসছেন। অপরদিকে পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা ভূমি কমিশনার। সিয়াম হোসেন বলেন, এসিল্যান্ডে দায়িত্ব গ্রহনের পর পৌরবাসী চরিত্রগত সনদ নিতে গেলে পৌরসভায় সাতদিন আগে আবেদন করতে হয়েছে। তারপর যাচাই-বাছাই করার পর চরিত্রগত সনদ দেওয়া হয়েছে। সে আরো বলেন, অবশ্য বর্তমানে এক/দুইদিনের ভিতরে চরিত্রগত সনদ দেওয়া হচ্ছে। এসিল্যান্ড দায়িত্ব পাওয়ার অনেকদিন পৌবাসীদের হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু নির্বাচিত জনপ্রতিধিনিরা থাকা অবস্থায় পৌর মেয়র, কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যানরা তাৎক্ষণিক ভাবে চরিত্রগত সনদ পাওয়া যেত। পুঠিয়া বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হায়ায় বলেন,শিলমারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এসিল্যান্ড সাহেব। তিনি সেবামূলক সনদ দিতে চার/পাঁচদিন সময় নেওয়ার পর তা দিচ্ছেন। কোনো ব্যক্তির দ্রুত নাগরিক সেবা পাচ্ছেন না। জনপ্রতিনিধি না থাকায় পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো স্থগিত হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর এফএনএসকে বলেন,স্থানীয় সকারের নাগরিকদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি। যে কেউ সেবা হতে বঞ্চিত হলে। তা আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে নাগরিক সেবার ব্যবস্থা করে দেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে