কলাপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেনের মনোনয়নপত্র জমা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম
কলাপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেনের মনোনয়নপত্র জমা

পটুয়াখালী-৪ আসন ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র জমা প্রদান করা হয়েছে। 

রোববার সকাল সোয়া  ১১ টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা কাউছার হামিদ এবং কলাপাড়া নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার হাতে এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজী, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে কলাপাড়া উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে