বিএনপি ছাড়া কোনো দল দেশ চালাতে পারবে না, বললেন নুর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:০৬ পিএম
বিএনপি ছাড়া কোনো দল দেশ চালাতে পারবে না, বললেন নুর
ছবি, সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী নুরুল হক নুর বললেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দল রাষ্ট্র পরিচালনা কিংবা স্থিতিশীলতা বজায় রাখতে পারবে না।

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, “ব্যক্তিগত পাওয়া কিংবা আমার দল কয়টি আসন পেল-সেটি বড় কথা নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে। বিএনপি ছাড়া অন্য কারো পক্ষে এই রাষ্ট্রকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।”

আসনটির স্থানীয় বিএনপি নেতাদের মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, “এখানকার দীর্ঘদিনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন ও শিপলু খান ভাইয়ের মনের ব্যথা আমি বুঝি। তারা দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু বৃহত্তর স্বার্থে দল আমাকে এখানে সমর্থন দিয়েছে। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই এই পিছিয়ে পড়া জনপদের উন্নয়ন করব।”

নিজের নির্বাচনী এলাকা নির্বাচনের কারণ ব্যাখ্যা করে নুর জানান, দলের চেয়ারম্যান তাকে ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি নিজ এলাকার চরাঞ্চলের মানুষের সেবা করা এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী-৩ আসনটিকেই বেছে নিয়েছেন।