কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৫ পিএম
কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন

দিনাজপুরের কাহারোল উপজেলার, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস দিনাজপুর এবং ইউএসডিও এর আয়োজনে রোববার সকাল ১১ টায় শিশু নিতেকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। স্কুল হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা শিক্ষা অফিসার এমকেএ জিন্নাত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন ও ইউএসডিও’র রিজিওন ম্যানেজার মোঃ খতিবর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে