আজীবন বিপ্লবী কম: মন্মথ বিশ্বাস, সাবেক সদস্য, সিপিবি- খুলনা জেলা এর ৩য় মৃত্যু বার্ষিকী গতকাল ২৭ ডিসেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে তার নিজ গ্রাম রাধামাধবপুরে পালিত হয়। গনতান্ত্রিক যুক্তফ্রন্ট এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তার সমাধিতে পুস্পমাল্য অর্পন ও বিপ্লবী সালাম প্রদান করা হয়।
স্মরন সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সভাপতি বাবু মৃণাল পাল। খুলনা জেলা সিপিবির সদস্য এস এম চন্দন এ স্মরন সভার অন্যতম অতিথি ছিলেন। কমরেড এর জীবন ও সম সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সাবেক নেতা বিপ্লব রায়, ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা হোসেন আলী, ওয়াদুদ মোল্যা, অমিয় বিশ্বাস, আনিসুর রহমান মিঠু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্ণব বিশ্বাস, বিপ্লব রায়, দেবাশীষ দাস, মনিরুজ্জামান, মোল্যা মোকছেদ, জি এম জাকির হোসেন, এস এম শফিউদ্দীন, ওয়াদুদ মোল্যা, অরুন ধর, আনোয়ার হোসেন, হাবিব রহমান, শুকলাল বিশ্বাস প্রমুখ। সঞ্চালনা করেন সিপিবি দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন।