হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৯ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

শরিফ ওসমান হাদির হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের স্লোগানে ফের উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগের জুলাই ৩৬ স্তম্ভের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা হাদি হত্যার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়।

এর আগে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। পাশাপাশি একই দাবিতে রোববার থেকেই সারাদেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান সংগঠনের নেতারা।

গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর থেকেই হত্যার বিচার দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে সংগঠনটি।

আন্দোলনকারীরা বলছেন, প্রশাসনের আশ্বাসে তারা সন্তুষ্ট নন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। শাহবাগে অবস্থান নেওয়া একাধিক বিক্ষোভকারী জানান, “হাদি হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে মদদ দিয়েছে, সবাইকে আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”

এদিকে সংগঠনের নেতারা জানিয়েছেন, রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও কর্মসূচি চলমান রয়েছে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকেও তারা যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে