আট দলের জোটে যুক্ত হচ্ছে আরও তিনটি দল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ পিএম
আট দলের জোটে যুক্ত হচ্ছে আরও তিনটি দল

দীর্ঘ আলোচনা ও দৌড়ঝাঁপের পর আসন সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল। এই সমঝোতার বিস্তারিত জানাতে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। একই সঙ্গে আট দলীয় জোটে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আন্দোলনরত আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আসন সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি দল। নতুন করে জোটে যোগ দিচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদমাধ্যমকে বলেন, জোট সম্প্রসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্টভাবে জানানো হবে।

নতুন দল যুক্ত হওয়ায় আসন সমঝোতায় কিছু পরিবর্তন আসছে বলেও ইঙ্গিত মিলেছে। দলীয় এক শীর্ষ নেতা জানান, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় এনসিপির জন্য নির্ধারিত আসনের সংখ্যা কমে ২০ থেকে ২৫টির মধ্যে থাকতে পারে। বাকি দুটি দল পাচ্ছে পাঁচটি করে আসন। এই হিসাব এবং সমঝোতার পেছনের যুক্তি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করা হবে।

আট দলীয় জোটে বর্তমানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নতুন তিন দল যুক্ত হলে জোটের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে