আশাশুনিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় কেন্দ্র দু'টিতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪৩টি হাই স্কুলের ৫৫২ জন পরীক্ষার্থীকে অংশ গ্রহনের কথা থাকলেও ৩৫ জন অনুপস্থিত থাকায় ৫১৭ জন অংশ নেয়। প্রথম দিন বাংলা বিষয়ে পরীক্ষা হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। হল সুপার সরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ও সহকারী হল সুপার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরার প্রধান শিক্ষক মহিউদ্দীন। ট্যাগ অফিসার ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ইবতেদায়ী ৫ম শ্রেণিতে ৯৭ জনের স্থলে ৭৮ জন এবং দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষায় ১১৪ জনের স্থলে ১০০ জন পরীক্ষায় অংশ নেয়। কোরআন মজীদ ও তাজবীদ এবং কোরআন মজীদ ও আকাঈদ ফিকহ বিষয়ে পরীক্ষা হয়। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন, অধ্যক্ষ ড. আবু হাসান। হল সুপার বসুখালী দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম ও সহকারী হল সুপার আল-মাদানী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ বারী। ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। পরীক্ষা চলাকালে কেন্দ্র দু'টি পরিদর্শন করেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার।